রাজ্য সরকারের উদ্যোগে চালু হলো কর্মসাথী প্রকল্প

নতুন গতি প্রতিবেদক : কর্মসাথী_প্রকল্প
প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীর যা যা করণীয় :

    ১) বয়স ১৮ থেকে ৫০ বছর এর মধ্যে থাকতে হবে।
    ২)নূন্যতম ক্লাস এইট পাস হতে হবে। তবে কর্মসংস্থান ব্যাংকের (employmentbank) এ নাম নথিভুক্ত থাকলে অগ্রাধিকার পাবেন।
    ফর্ম পাওয়া এবং জমা দেওয়ার স্থান:-
    ১- গ্রামীণ এলাকায় নিকটবর্তী বি ডি ও (B.D.O) অফিস।
    ২- পৌরসভা এলাকায় নিকটবর্তী এস ডি ও (S.D.O) অফিস।
    ৩- শহর এলাকায় বসবাস করলে Kolkata Municipal Corporation (KMC)
    ৪- এছাড়াও জেলার District Industries Centre (DIC) এর অন্তর্গত MSME Facilitation Centre (MFC)

    1. বি.দ্র.:- সমস্ত criteria match করলে আপনারাও পাবেন “কর্মসাথী” প্রকল্পের সুবিধা