|
---|
জলপাইগুড়ি: ভাল্লুক আতঙ্ক কাটিয়ে প্রায় দেড় কোটি টাকা লাভের মুখ দেখল জলপাইগুড়ি জেলা বই মেলা । ৬ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পযর্ন্ত জলপাইগুড়ি জেলা বইমেলার আয়োজন করা হয়েছিল শহর জলপাইগুড়িতে । জলপাইগুড়ি FDI বিদ্যালয়ের খেলার মাঠে এই বইমেলার প্রথম দিনেই ভাল্লুক আতঙ্কের কারণে মেলা বন্ধ করে দেওয়া হয়েছিল । এরপর দিন থেকেই আতঙ্ক কাটিয়ে জলপাইগুড়ি জেলা বইমেলায় অসংখ্য মানুষের ভিড় হয়েছিল ।
বিভিন্ন বই এর স্টলগুলোতে পাঠকরা তাদের পছন্দের সব ধরনের বই এর সম্ভার পেয়ে খুশি হয়েছিল । শুধু বই মেলাতে এসে বই দেখেই পেয়ে তারা ফিরে যায়নি কিনেছে বইও। তাই বিক্রি এই বার রেকর্ড হয়েছে বলে বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক অঞ্জন দাস জানিয়েছেন । তিনি বলেন করোনার পর জলপাইগুড়িবাসী সেভাবে তাদের পছন্দের সব রকম বই কেনার জায়গা খুঁজে পাচ্ছিলেন না । তাই এখানে এসে পছন্দের বই পেয়েছে । ফলে বিক্রি খুবই ভাল হয়েছে বলে তিনি জানিয়েছেন তিনি।তিনি আরো জানালেন এবারে জলপাইগুড়ি বইমেলাতে সব ধরনের বই বিক্রি হয়েছে।এর মানে সব ধরনের পাঠক এসেছিলেন,আর এখানেই আমাদের জয় হয়েছে,মোবাইল,ল্যাপটপের সঙ্গে বই অচল এই প্রবাদ ভেঙে দিয়েছে জলপাইগুড়ি বইমেলা।আর সবচাইতে বড় কথা আট থেকে আশি সব ধরনের মানুষ বইমেলাতে এসেছেন এবং বই কিনেছেন।তারা তাদের চাহিদামত বই পেয়েছেন এটাই আমাদের কাছে অনেক জানিয়েছেন তিনি।আগামী প্রজন্ম যে বই পড়বে এই বইমেলাতেই তা প্রমান হয়ে গেল।
এদিন বইমেলার শেষদিনে প্রচুর দর্শক সমাগম ঘটে।