|
---|
নিজস্ব সংবাদদাতা,মালদা,১৭জুনঃ—রাতের অন্ধকারে বাড়ি থেকে চুরির ঘটনায় প্রতিবেশীকে সালিশী সভায় জরিমানা করা হয়। এরপরই বাবা ছেলেকে পিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল দুই অভিযুক্ত ও তাদের দলবলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ইংরেজবাজার থানার যদুপুর গোবিন্দপুর গ্রামে। গুরুত্বর আহত বাবা বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে আহত ব্যাক্তির নাম কামাতুল্লা শেখ(৫৮)। বাড়ি যদুপুর গোবিন্দপুর গ্রামে। পেশায় তিনি ভুটভুটি চালক। তার ছাত্তারুল শেখ জানায়,এক সপ্তাহ আগে গভীর রাতে কামাতুল্লা শেখের বাড়ি থেকে নগদ টাকা মোবাইল এটিম চুরি যায়। পাশ্ববর্তী গ্রামের দুই জন হাসেন শেখ ও হুসেন শেখ চুরি করে বলে অভিযোগ তোলে কামাতুল্লা শেখ। ঘটনা গ্রামে জানায়। এই নিয়ে গ্রামে সালিশি সভা বসলে দুই অভিযুক্ত দোষ স্বীকার করে। এমনকি মোবাইল ফোন ফেরৎ দেয়। কিন্তু চুরি যাওয়া টাকা দিতে রাজী হয়না।পরে দিবে বলে জানায় অভিযুক্ত দুই জন। সেই সময় থেকে রাগে ফুঁসছিলেন দুই জনে। অভিযোগ রবিবার রাতে বাইক নিয়ে বাড়ি ফিরছিল কামাতুল্লা। সেই সময় তাদের পথ আটকায় ওই দুইজনে। এরপর ধারালো অস্ত্র নিয়ে তার উপর চড়াও হয় তাকে পিটিয়ে খুনের চেষ্টা করে। কামাতুল্লাকে বাঁচাতে ছুটে আসে তার ছেলে। অভিযুক্তরা তাকেও মারধোর করে। তাদের চিৎকারে গ্রামবাসীরা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা কামাতুল্লা ও তার ছেলেকে উদ্ধার করে মালদা মেডিক্যল কলেজ হাসপাতালে পাঠায়।আশঙ্কা জনক অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছে কামাতুল্লা। গোটা ঘটনায় আহতর পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছে হোসেন শেখ ও হুুসেন শেখের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকে দুই অভিযুক্ত গা ঢাকা দিয়েছে। অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।