|
---|
সেখ আব্দুল আজিম(চন্ডিতলা): 18 ই জুলাই স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার পেল হুগলী জেলার প্রায় ২১০০ স্কুলের মধ্যে একমাত্র মাদ্রাসা নবাবপুর হাই মাদ্রাসা(উঃ মাঃ)।প্রসঙ্গত সর্ববিষয়ে এই সম্মানে ভূষিত হলো নবাবপুর হাই মাদ্রাসা(উঃ মাঃ)।এইদিন হুগলী জেলার জেলা শাসকের কার্যালয় থেকে অনান্য স্কুলকেও পুরস্কৃত করা হয়।মাদ্রাসার প্রধান শিক্ষক ফাসিহুর রহমান সিদ্দিকী ,সহকারী শিক্ষক সেখ সাহা আলম, গ্রন্থাগারিক সুদীপ্ত সিমলাই এবং ছাত্রী তথা শিশু সংসদের প্রধানমন্ত্রী তারান্নুম খাতুন এর হাতে জেলাশাসক পুরস্কার তুলে দেন।
মাদ্রাসার প্রধান শিক্ষক ফাসিহুর রহমান সিদ্দিকী জানালেন এই পুরস্কার পেয়ে তিনি আপ্লুত ।তিনি আরও জানান মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা,শিক্ষা কর্মী,ছাত্র-ছাত্রী,মাদ্রাসাপরিচালন সমিতির সদস্যগণ এবং এলাকার অভিভাবকগণ সকলেই উচ্ছ্বসিত।মাদ্রাসার প্রধান শিক্ষক আরও জানালেন যে, আগামীতে রাজ্যস্তরে পুরস্কার পাওয়ার জন্য তিনি আপ্রান চেষ্টা চালিয়ে যাবেন।