নদীতে বোল্ডার ফেলার কারণে হরপা আসেনি , জানালেন খড়গপুর আইআইটির পদার্থ ও ভূতত্ত্ববিদ!

 

    নিজস্ব সংবাদদাতা:দশমীর রাতের স্মৃতি এখনো টাটকা, মাল নদীতে হড়পা বান আসার ফলে অন্তত ৮ জনের মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে না অভিযোগ উঠেছে, অনেকেই অভিযোগ করেছেন নদীতেযথেষ্ট ভাবে বোল্ডার ফেলার ফলে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

    খড়গপুর আইআইটির পদার্থবিদ ও ভূতত্ত্ববিধ শংকর কুমার নাথ জানিয়েছেন, নদীতে বোল্ডার ফেলার কারণে হরপা আসেনি। অনেক সময় বৃষ্টি ও ঝড়ো হওয়া একসাথে হতে থাকলে পাহাড়ি নদীগুলি ফুলে ফেঁপে উঠে। নদীর শুকনো জায়গায় আচমকায় জলস্তর বেড়ে যায়, মাল নদীর ঘটনা যার উদাহরণ বলে মনে করা হচ্ছে।