|
---|
নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, নদীয়া; মহামানব স্বামী বিবেকানন্দের ১৫৪ তম জন্ম দিবস উপলক্ষে চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জেবের শেখর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নদীয়া জেলার বাংলাদেশ সীমান্তবর্তী চাপড়া ব্লকের এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত প্রায় ৪০০ জন দুঃস্থ অসহায় পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দিলেন চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের সদস্য জেবের শেখ চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান করে, তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে চাপড়া ব্লক জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে স্বামীজি বিষয়ক আলোচনা এবং সংগীতানুষ্ঠানের আয়োজন বিভিন্ন ক্লাব,স্বেচ্ছাসেবী সংগঠন প্রশাসন সহযোগিতায় আজকের অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রাসঙ্গিক বলেই মনে করেন চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি।