সমাজসেবী মহঃ সহিদুল লস্করকে ‘ম্যানগ্রোভ’ পুরস্কার প্রদান প্রাক্তন ছাত্রছাত্রী সম্মিলনীর

জাকির হোসেন সেখ, ৩১ আগস্ট নতুন গতি, দক্ষিণ চব্বিশ পরগনা: শিরাকোল যুধিষ্ঠির ননীলাল হাইস্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী সম্মিলনীর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা, দুঃস্থ ছাত্র-ছাত্রীদের সাহায্য ও ‘ম্যানগ্রোভ পুরস্কার’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট ১নং ব্লকের অন্তর্গত বিদ্যালয়গুলো থেকে ২০১৯ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিক্ষায় যে সকল ছাত্রছাত্রী ৮০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে তাদের এবং বাংলায় সর্বোচ্চ নম্বর প্রাপকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়া ২০১৯ সালের মাধ্যমিক পরিক্ষায় সমগ্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রথম ১০ জন স্থানাধিকারি ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয়। এর পাশাপাশি শিরাকোল যুধিষ্ঠির ননীলাল হাইস্কুল ও স্থানীয় ৩টি হাইস্কুলের ২০১৯ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিক্ষায় স্টার প্রাপ্ত সকল ছাত্র-ছাত্রীদের‌ও পুরস্কৃত করা হয়। তৎসহ আর্থিক ভাবে দুঃস্থ অথচ মেধাবী ছাত্র-ছাত্রী যারা কেবল অর্থের কারণে পড়াশোনা চালিয়ে যেতে অসুবিধার সম্মুখীন হচ্ছে সেই সকল ছাত্র-ছাত্রীদের সাহায্য করার উদ্যোগ নেওয়া হয়। এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিক্ষায় স্থানীয় যেসব মেধাবী ছাত্র-ছাত্রী ভালো ফল করেছে, তাদেরও পুরস্কৃত করা হয়। ২০১৩ সাল থেকে প্রতিবছর এই

    প্রাক্তন ছাত্রছাত্রী সম্মিলনীর অনুষ্ঠানে বর্তমানে সমাজের বহু ক্ষেত্রের বহু প্রতিষ্ঠিত ও বিখ্যাত ব্যক্তিত্ব উপস্থিত হন। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজসেবী মহঃ সহিদুল লস্করকে ম্যানগ্রোভ পুরস্কার প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সুসাহিত্যিক ও রবীন্দ্র গবেষক পার্থ সারথি গায়েন সহ বহু প্রাক্তনী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রামপ্রসাদ হালদার।