চাপড়ায় সাড়ম্বরে পালিত হলো বিবেকানন্দের ১৫৮ তম জন্মবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, নদীয়া: নদীয়া জেলায় সাড়ম্বরে পালিত হচ্ছে বিবেকানন্দের জন্মবার্ষিকী বিবেকানন্দের ১৫৮ তম জন্মবার্ষিকী সাড়ম্বরে পালিত হচ্ছে বাংলার বিভিন্ন প্রান্তে। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠনও এই দিনটা বিশেষ ভাবে পালন করছে।

     

    এদিন সকাল থেকেই নদীয়া জেলার চাপড়া ব্লকের শিবের বিপ্লবী ফুটবল ময়দান থেকে বড় আন্দুলিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়।এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে আজকের এই বিশেষ দিনটি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিশেষ দিনটি পালন করছে তৃণমূল নেতৃত্ব। এছাড়াও, পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ বিভাগের উদ্যোগে চাপড়া ব্লকের যুব ও ক্রীড়া ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল বিবেক চেতনা উৎসব ২০২১ উৎসবের উদ্বোধন করেন চাপড়া বিধানসভার বিধায়ক রুকবানুর রহমান এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা ইয়াসমিন মন্ডল,রাজ বর মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।