|
---|
নিজস্ব সংবাদদাতা: কার্নিভাল সফল হয়েছে বলে দাবী করলেন মেয়র গৌতম দেব।তিনি জানালেন গত কয়েকদিন থেকে আমরা তৈরী হচ্ছিলাম এই কার্নিভালের জন্য। আমাদের পরিশ্রম মাঠে মারা যায় নি। এটা ঠিক বারে বারে বৃষ্টি এসে অনেকটা আনন্দ মাটি করে দিয়েছে আমাদের, কিন্তুু তা হলেও আমাদের এই কার্নিভাল যে সফল হতে পারল তার পুরো কৃতিত্ব আমাদের দলের সাধারন কর্মী এবং শিলিগুড়ির সাধারন মানুষের।তাদের জন্যই যে শিলিগুড়ির কার্নিভাল সফল হয়েছে তা গোটা বাংলার কাছে পৌছে গেছে। আজ বাংলার মানুষ জেনে গেছে শিলিগুড়িতে দূর্গাপূজোর কার্নিভাল সফল হয়েছে। আমাদের চেষ্টা থাকবে আগামীবার আরো ভালোভাবে এই কার্নিভাল করবার।এইবারের সাফল্য আমাদের এনে দেবে আত্মবিশ্বাস আগামীবারের জন্য বলে জানালেন মেয়র।