বারইপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ন্যায্যমূল্যে পেঁয়াজ সরবরাহ এবং বিক্রয়

বারইপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ন্যায্যমূল্যে পেঁয়াজ সরবরাহ এবং বিক্রয়

    নতুন গতি,ওয়েব ডেস্ক:
    মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও বারইপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ন্যায্যমূল্যে পেঁয়াজ সরবরাহ এবং বিক্রয় করেন শান্তি সংঘ পি বি এস এস লিমিটেড এবং উক্ত ন্যায্যমূল্যের যাহাতে সাধারন গরিব ও মধ্যবিত্ত জনসাধারণর পেঁয়াজ কিনতে পারে তাহার যথাযথব্যবস্থা করেন বারইপুর ব্লকের বিডিও সাহেব মোঃ মোশারফ হোসেন মহাশয়, বারইপুর কৃষক বাজারে জনসাধারণের হাতে নিজ হাতে পেঁয়াজ তুলে দেন l বারইপুর ব্লকের জয়েন্ট বিডিও সায়ন্তন ভট্টাচার্য সাহেব ও বারইপুর ব্লকের জয়েন্ট বিডিও মোঃ রবিউল হক সাহেব উক্ত পেঁয়াজ বিতরনে বিভিন্নভাবে সাহায্য করেন l রাজ্য সরকারের ন্যায্যমূল্যের পেঁয়াজ বারইপুর কৃষক বাজার হইতে তিনটি সাব ডিভিশনে বিতরণ করা হয় , উক্ত বিতরণ কর্মযজ্ঞে গৌরবময় উপস্থিত ছিলেন বারইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস মহাশয়l, সহ-সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী মহাশয়, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জনাব লিয়াকত মোল্লা,পঞ্চায়েত সমিতির সদস্য জনাব রফিক সাঁপুই, রামনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আবু কাহার সরদার,সহ আরো অনেকে l