সুইস ব্যাংকে গচ্ছিত কালোধোন উদ্ধার আদৌ হবে কি ? ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে তালিকা প্রকাশিত হবার পর

শরিফুল ইসলাম, নতুন গতি: সুইস ব্যাংকে ভারতীয় আমানতকারীদের নামের তালিকা ও তাঁদের জমা খাতা সম্পর্কিত যাবতীয় তথ্য ভারত সরকারের হাতে এল।
সুইস ফেডারেল ট্যাক্স এডমিনিট্রেশন সুত্রে জানা গেছে , ২০১৮ সালের ব্যাংকিং তথ্য আদান-প্রদান চুক্তির শর্ত অনুসারে সুইস ব্যাংক কর্তৃপক্ষ সে দেশের ব্যাংকে সক্রিয় ও নিষ্ক্রিয় উভয় শ্রেণীরই গ্রাহক তালিকার যাবতীয় তথ্য সমেত নথি ভারত সহ পচাত্তর টি দেশের সরকারের হাতে তুলে দিয়েছেন।

    আরো জানা যায়, সেপ্টেম্বর, ২০২০-র মধ্য দ্বিতীয় পর্যায়ে একই শর্ত সাপেক্ষে অবশিষ্ট তালিকা প্রকাশ করবে সুইজারল্যান্ড সরকার।

    সুইস ব্যাংকে ভারতীয় শিল্পপতি এবং ধনী ব্যক্তিদের কালো টাকা সুরক্ষিত আছে এবং তা উদ্ধার করে দেশের মানুষের মধ্যে বিলি বন্টনের ব্যবস্থা করবেন ক্ষমতায় আসার পর এমন দাবি সরকারের বিরোধী শিবিরে থাকা কালীন বিজেপির পক্ষ থেকে করা হয়। কেন্দ্রে এখন সেই বিজেপির-ই সরকার।
    স্বভাবতই সুইস ব্যাংকে ভারতীয় আমানত কারীদের নামের তালিকা সরকারের হাতে চলে আসায় এবার কাল টাকা উদ্ধারের দাবি উঠবে প্রতিপক্ষ কংগ্রেস, তৃণমূল সহ বিভিন্ন দলের পক্ষ থেকে যা কেন্দ্রে বিজেপি সকারের একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন দেশের সচেতন নাগরিকমহল।