|
---|
নতুন গতি: রাজ্যে দূর্গাপূজো সুষ্ঠ ভাবে পালিত হবার জন্য সকলকে শুভেচ্ছা জানিয়েছেন অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের চেয়ারম্যান তথা উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি। তিনি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে দূর্গাপূজো শান্তিতে কেটেছে।বিধায়ক ইদ্রিশ আলি জানান উলুবেড়িয়া পূর্বের দূর্গাপূজো ও গতকালের বিসর্জন ও খুব শান্তি ভাবে কেটেছে।সমস্ত জায়গাতেই তিনি উপস্থিত ছিলেন, ও সাথে ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের সভাপতি বেনুকুমার সেন সহ বহু তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ।
উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের প্রায় সমস্ত পূজা মণ্ডপের পাশে ছিল জাগো বাংলা বুক স্টল।
বহু মানুষ জাগো বাংলা বই ও কেনেন ওই স্টল গুলি থেকে।তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা স্টল গুলিতে থেকে বই বিক্রি করেন জানিয়েছেন বিধায়ক ইদ্রিশ আলি।
তিনি বলেন হাওড়া গ্রামীন জেলা সভাপতি তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায় সমস্ত বেপারে খুব সক্রিয় ছিলেন।তিনি আরো জানান প্রশাসন এবং সাংবাদিক দের ভূমিকাও খুব ভালো ছিলো।যার ফলে দূর্গাপূজো খুব শান্তিতে কেটেছে,এবং তিনি বলেন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন ততদিন রাজ্যের সমস্ত উৎসব শান্তিতে কাটবে ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে।
উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে বি জে পি দুএকটি জায়গায় গন্ডগোল লাগানোর চেষ্টা করলেও সফল হতে পারেনি।কারণ তৃণমূল কংগ্রেস এই বেপারে খুব সজাগ ছিলো।
মফিজুল হক
প্রচার সচিব