|
---|
সংবাদদাতা: সম্প্রতি পূর্ব বর্ধমান এর খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রামে ‘সারা এডুকেশনাল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট’ এর উদ্যোগে ও ব্যবস্থাপনায় দুঃস্থ গরিবদের মধ্যে বস্ত্র প্রদান করা হয়।শারদীয়া উপলক্ষে ৬৫জন অমুসলিমদের এই বস্ত্র বিতরণ করা হয়।উপস্থিত ছিলেন,সারা এডুকেশনাল ট্রাস্ট এর হল ঘরে সভাপতি সফিকুল ইসলাম,সম্পাদক হাফিজুর রহমান এবং সমাজ সেবী শ্যামসুন্দর সেন,বিজয় পালিত,সৈয়দ নুরুল রশিদ ও প্রদীপ মণ্ডল প্রমুখ।ট্রাস্টির পক্ষ থেকে জানানো হয় যে,ঈদের সময় মুসলিমদেরও বস্ত্র বিতরণ করা হয়।আগামী ৩ নভেম্বর রক্ত দান এবং ২৯ ডিসেম্বর ২০১৯ এ চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।