|
---|
উজির আলী, চাঁচল, ০৯ অক্টোবর: চাঁচলের জগন্নাথপুর নৌকাডুবী নিহতের পরিবারকে সমবেদনা জানালেন চাঁচল ও হরিশ্চন্দ্রপুরের সিপিআইএম ব্লক কমিটি।
বুধবার নিহতদের বাড়ি গিয়ে পরিবারের সদস্য দের কাছে শোক প্রকাশ করেন সি পি আই এম প্রতিনিধি দল। সি পি আই এম রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস জানান, নৌকা ডুবির ঘটনাস্থলে আমরা উদ্ধার কার্যে যথেষ্ট সাহায্য করেছিলাম। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীর ভাবে শোকাহত। সার্বিক ভাবে নিহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সিপিআইএম প্রতিনিধি দল। এদিন সমবেদনা জ্ঞাপনে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা নেতৃত্বের আরজাউল হক, কমরেড মনওয়ারুল হক ও চাঁচল ও হরিশ্চন্দ্রপুর সিপিআইএম ব্লক কমিটির নেতৃত্বগন।