মালদহের হরিশ্চন্দ্রপুরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের রজত জয়ন্তীতে বিজেপিকে কটাক্ষ কংগ্রেস বিধায়কের

নিজস্ব সংবাদ দাতা, চাঁচল ৯ অক্টোবর: বুধবার পালিত হল মালদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের চাঁদাপুর চিলড্রেনস একাডেমির ২৫ বছর পূর্তি উদযাপন। মহা সমারোহে এদিন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল সুর্বর্ন জয়ন্তী উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মোস্তাক আলম, সামসি কলেজের অধ্যাপক আব্দুল ওহাব, কলকাতা উমেশচন্দ্র কলেজের অধ্যক্ষ ডঃ মোহাঃ তোফাজ্জল হক,গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল হক, হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক তজমুল হোসেন, উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মুশারফ হোসেন প্রমুখ। সূত্রের খবর, এদিনের অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় বলে জানা যায়।
চাঁদাপুর চিলড্রেনস একাডেমীর সিক্রেটারী আশরাফুল হক জানান, প্রতিষ্ঠানে প্রায় ৬০০ ছাত্রছাত্রীর রয়েছে। ছাত্রছাত্রীদের জন্য আলাদা আলাদা হোস্টেল রয়েছে। এখানে আবাসিক-অনাবাসিক সবধরনের ছাত্র-ছাত্রী কম খরচে পড়াশোনা করেন।
তবে এদিনের অনুষ্ঠানে এসে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মোস্তাক আলম বিজেপি সরকার কে তীব্র কটাক্ষ করেন। মুসলিম রা ভারত সাধীনের জন্যে এদেশে লড়াই করেছেন। তবেই সাধীনভাবে বাঁচার ঠাই পেয়েছেন এদেশে। মুসলিমদের অন্তরে রয়েছে দেশপ্রেম ভালোবাসা ও অহিংসা। এদের দেশপ্রেম শেখাতে হবে না।
বাংলায় বিজেপি না এলে রাজ্যে নাগরিক পঞ্জীকরন চালু হবে না। তবে সকলকে নথিপত্র নির্ভুল রাখার আহবান জানান বিধায়ক মোস্তাক আলম।