|
---|
আজিম শেখ, নতুন গতি, বীরভূম: বীরভূম জেলার নলহাটি থানার ডেটিয়া গ্রামে দূর্গা পূজা উপলক্ষে বস্ত্রবিতরণ করলেন গ্রীন আর্মি নামে একটি স্বেচ্ছাসেবী দল।
এই গ্রীন আর্মি সংস্থাটি কে শুধু স্বেচ্ছাসেবী দল বললেও চলবে না এরা সমাজের বৃক্ষপন ,প্লাস্টিক বন্ধ অভিযান, ধূমপান বন্ধ,নেশা বন্ধ ,এছাড়াও এলাকার অসুস্থ মানুষের পাশে সাহায্য থেকে শুরু করে আরো বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকে।
গ্রীনআর্মি গ্রূপটি কে স্বেচ্ছাসেবী সাথে সাথে সমাজসেবী বলা যেতে পারে।
তাই আজ এই স্বেচ্ছাসেবী সংগঠন এলাকার দুস্থ অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছে বস্ত্র বিতরণের মধ্যেদিয়ে। এই বস্ত্র বিতরণ শুরু করেন আজ দুপুর ১ টা থেকে।
এই সংগঠননের কার্যকলাপে এলাকার মানুষ ভীষণ খুশি হয়েছেন।
এমনি কি অসুস্থ মানুষ দের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের খোঁজ নিয়েছেন।
সংগঠনের সভাপতি দেবকুমার মাল মহাশয় বস্ত্র বিতরণ করে এক অনন্য নজির গড়েছেন।
এমন কি এই সংগঠনের সেক্রেটারি রমজান আলী বলেন ধর্ম যার চাই হোক না কেন উৎসব সবার তাই এই কাজ করতে পেরে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন কে আরো সুদৃড় করবো আমরা বলে আশাবাদী তিনি।
লোহাপুর বাঁড়া গ্রাম (কাঁটাগড়িয়া ) থেকে মীর মনি ( নিউটন) জানান এই গ্রীনআর্মি স্বেচ্ছাসেবী ও সমাজসেবী গ্রূপটি দীর্ঘ দিন ধরে কাজ করে চলছে, নিজেরাই খরচ বহন করে এই গ্রূপটি পরিচলনা করেন, আমি এদের কাজ দেখে মুগ্ধ।আমি মনে করি এলাকার সকল মানুষকে এগিয়ে আসা দরকার।