|
---|
লুতুব আলি, বর্ধমান, ২৭ মে : উচ্চ মাধ্যমিকের নবম স্থান অধিকার করেছে জামালপুরের সেলিমাবাদ হাইস্কুলের ছাত্রী মোনালিসা পাল। পূর্ব বর্ধমানের জামালপুরের ভূমিকন্যা উচ্চ মাধ্যমিকের ৪৮৮-৩ নবম স্থান পাওয়ায় জামালপুর বাঁশি মোনালিসা কে নিয়ে গর্ব অনুভব করছে। দারিদ্রতার সঙ্গে লড়াই করে ২০২৩ এর উচ্চমাধ্যমিকে মোনালিসা নবম ব্যাংক করায় জামালপুরের বিভিন্ন স্বেচ্ছা সেবী সংস্থা ও বিভিন্ন ব্যক্তিরা মোনালিসার উচ্চশিক্ষার খরচ বহন করতে এগিয়ে এসেছে। জামালপুর লায়ন্স ক্লাব ও সেবা আই হসপিটাল পুষ্পস্তবক স্মারক ও শংসাপত্র দিয়ে সম্মাননা জ্ঞাপন করল। জামালপুর লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সভাপতি সুনীল পাল ও সেবা হাই হসপিটালের চেয়ারম্যান প্রদীপ রায় মোনালিসার বাড়িতে গিয়ে এই সম্মাননা জানানোর জন্য হাজির হয়েছিলেন। মোনালিসার উচ্চ উচ্চশিক্ষার জন্য আগামী তিন বছরের জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করলো। জামালপুর লায়ন্স ক্লাবের এই কাজের জন্য এলাকার মানুষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।