কেন্না গ্রামের কয়েকজন মিলে দুস্থদের পাশে।

সংবাদদাতা : কেন্না গ্রামের কয়েকজন মিলে দুস্থদের হাতে কিছু খাদ্যসামগ্রী তুলে দিলেন। এই সময় গরীব মানুষের পাশে থেকে কাজকর্ম করা জরুরী মনে করছেন । করোনা ভাইরাস সচতেনতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায় যে প্রচেষ্টায় কাজ করে চলেছেন ,এবং লকডাউন করে যেমন ভালো কাজ করেছেন। এই মুহুর্তে কাজকর্ম বন্ধ, সেইসব দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পেরে। আমরা পূর্ব বর্ধমানের কেন্না গ্রামের আমরা ক’জন মিলে, গ্রামের কিছু দরিদ্র মানুষের হাতে সামান্য কিছু খাদ্যদ্রব্য তুলে দিলাম। এই লকডাউনের দিনে তাদের কষ্টটা পুরোপুরি অনুভব করার ক্ষমতা হয়তো নেই, তবু এই দুর্দিনে তাদের পাশে দাঁড়ানোর একটু চেষ্টা করলাম। এই ধরনের সহযোগিতায় সকল মিলে এগিয়ে আসুন।