|
---|
নিজস্ব সংবাদদাতা : আজ সকালে শিলিগুড়ি কালিম্পং জাতীয় সড়ক দশের বিড়িক দারায় ভূমিধস, ক্ষতিগ্রস্ত রাস্তা, যানবাহন চলাচল ব্যাহত হয়। সিকিম গামী যানবাহন ঘন্টার পর ঘন্টা আটকে থাকে। পর্যটকদের ব্যাপক হয়রানির শিকার হতে হয়। সূত্রে খবর মিলেছে শনিবার দুপুর পর্যন্ত যানবাহন রাস্তায় ব্যাহত ছিল। প্রসঙ্গত শিলিগুড়ি যাওয়ার গাড়ি গুলো লাভা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। আটকে পড়া পর্যটকরা এই বিষয়ে জানান তাদের অসুবিধা হচ্ছে। প্রসঙ্গত এবারে রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে দার্জিলিং ও কালিম্পং এলাকায়। কালিংপং এ ৬৬ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে অপরদিকে দার্জিলিংয়ের বৃষ্টিপাত হয়েছে পঞ্চাশ মিলিমিটারের উপরে। প্রসঙ্গত অতি ভারী বৃষ্টিপাতের কারণে সিকিমে একাধিক জায়গায় ধস নেমেছে, শুক্রবার আটকে পড়েছিলেন অন্তত দুই হাজার পর্যটক। রাস্তা মেরামতি করার পাশাপাশি পর্যটকদের উদ্ধার করতে নেমেছে সিকিম প্রশাসন। শনিবার বেলা বারোটা পর্যন্ত অন্তত ৩০০ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে সূত্রে খবর মিলেছে।