বিশ্ব ক্যান্সার দিবসে ক্যান্সার মুক্ত পৃথিবী গড়ার ডাক বর্ধমানে।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। এই উপলক্ষে বর্ধমানের অগ্রজ ও স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর প্যায়ারা nutrition ওয়েলফেয়ার সোসাইটি ও বর্ধমানের বিমস হসপিটালের যৌথ উদ্যোগে বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এই স্বাস্থ্য শিবিরের প্রাক্কালে সকলকে স্বাগত জানান ও প্রারম্ভিক বক্তৃতা দেন সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার। এই স্বাস্থ্য শিবিরের থিম ছিল ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। পুরোপুরি ক্যান্সারে আক্রান্ত হওয়ার আগে সচেতনতা গড়ে তোলা দরকার। ক্যান্সারের প্রাথমিক স্তর থেকে চিকিৎসা করালে মহামারী ক্যান্সার মারাত্মক আকারে ছড়াতে পারবে না বলে এদিনের বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান। রোগের আগে যোগের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতামূলক বার্তা দিলেন বর্ধমান যোগসারকেলের তরফে যোগ বিশেষজ্ঞা দিশা রক্ষিত। এই ব্যাপারে সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার জানান, সারা বছর ধরে আমরা বর্ধমান এবং তার নিকটবর্তী গ্রামাঞ্চল গুলোতে এরকম বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে থাকি। মূলত মানুষদের সচেতন করে তাদের সুস্বাস্থ্যের অধিকারী করে গড়ে তুলতে। স্থানীয় কাউন্সিলর নিমাই মজুমদার বলেন, বিশ্ব ক্যান্সার দিবসে এরকম সচেতনতামূলক ক্যাম্প প্রত্যেক জায়গাতেই হওয়া খুবই আবশ্যক। বিশিষ্ট সমাজ সেবক বিশ্বজিৎ গাঙ্গুলী বলেন, মানুষজনের মধ্যে ক্যান্সার নিয়ে স্বচ্ছ ধারণা এখনো অনেক কম। এই ক্যাম্প জনসচেতনতা গড়ে তুলতে খুবই ভালো উদ্যোগ নিয়েছে। বিমস হসপিটাল এর বিশিষ্ট কার্ডিওলজিস্ট, অস্টিওপেশালিস্ট এবং জেনারেল মেডিসিনের ডাক্তার বাবুরা এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন। ক্যান্সারের বিরুদ্ধে কিভাবে লড়াই করা যেতে পারে সেই ব্যাপারে মানুষকে বার্তা দেওয়ার জন্য তাদের লিফলেট প্রদান করা হয়। এই লিফলেটে উল্লেখ করা আছে চারটি লক্ষণ যা দেখে মানুষ সহজেই তাদের অসুস্থতা সনাক্ত করতে পারবেন। বিশিষ্ট নিউট্রিশনিস্ট অমৃতা হাজরা বলেন, এখন মেয়েদের সারিকাল ক্যান্সার এইচপিভি ভ্যাকসিন দিয়ে এবং লিভার ক্যান্সার হবে HBV Vaccine দিয়ে প্রতিরোধ করা সম্ভব হচ্ছে। সংস্থার মিডিয়া অফিসার অঙ্কিতা সাম বলেন, বর্তমান সময়ে এই স্বাস্থ্য শিবির খুবই প্রাসঙ্গিক। সংস্থার পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৈতালি ঘোষ, প্রীতম ঘোষ, স্নিগ্ধ দাস, সুদীপ মন্ডল, স্বাগতা গুপ্ত প্রমুখ।