|
---|
নিজস্ব সংবাদদাতা : খড়ি বাড়িতে ঝড়ের দাপটে ভেঙে পড়ে গাছ, বন্ধ থাকে যানবাহন চলাচল, চাপা পড়েছে ৫টি দোকান । সূত্রে খবর মিলেছে ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির অধিকারী মোড়ে ঘটনা।
জানা গিয়েছে, শনিবার সকালে ঝড়ের কারণে বহু পুরনো একটি ৩০ বছরের বট গাছ ভেঙে পড়ে। গাছ ভেঙে পড়ার কারণে চলাচল বন্ধ হয়ে পড়ে। ভাঙা গাছের নিচে চাপা পড়েছে ৫টি দোকান, এই বিষয়ে জানা গেছে। প্রসঙ্গত ঘটনা খবর পাওয়ার পর, ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি ট্রাফিক ও খরিবাড়ি থানার পুলিশ। স্থানীয়রা ঘটনার বিষয় জানিয়েছেন, গাছের নিচে বসে ছিলেন, হঠাৎ গাছ ভাঙ্গা আওয়াজ শুনে পালিয়ে যাই। সেই সময় দেখা যায়, আচমকাই গাছটি ভেঙ্গে পড়ে। ঘটনার খবর পেয়ে, টুকরিয়াঝাড় বনদপ্তর ঘটনাস্থলে পৌঁছায়, গাছ কাটার কাজ শুরু করে। অন্ততপক্ষে চার ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয় বলে জানা গেছে।