মিরিকের কমলার চাহিদা উত্তরবঙ্গ জুড়ে

নিজস্ব সংবাদদাতা:  শীতকালীন ফলের মধ্যে কমলালেবু বিশেষ উল্লেখযোগ্য। শীতের শুরু হতেই পাহাড় কমলালেবুর চাষ শুরু হয়ে যায়।এই বছরও তার ব্যাতিক্রম হয়নি। শীতের শুরুতেই দেখা যাচ্ছে পাহাড় জুড়ে কমলালেবুর কমলা রং। উল্লেখ্য মিরিকের কমলার চাহিদা শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গ জুড়ে। গত ২২ বছর ধরে মিরিকে কমলালেবুর চাষ হচ্ছে।এই বছরও তার ব্যাতিক্রম নয়নি। শীতের শুরুতেই কমলালেবুর চাষ শুরু করে দিয়েছেন কমলাচাষীরা। মিরিকের একটি বাগানে ৬৫ টি কমলা গাছ আছে, যার প্রতিটিতে কমলার ফলন হয়ে থাকে। এক কমলা চাষী এই প্রসঙ্গে জানিয়েছেন গত ২২ বছর ধরে তিনি চাষ করছেন।গত বছরের তুলনায় এই বছর কমলার ফলন ভালোই হয়েছে।