|
---|
নিজস্ব সংবাদদাতা: শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরা গোসাইপুর থেকে একটি ১২ ফুট অজগর সাপ উদ্ধার করা হয়। বস্তা বন্দী সাপটিকে বাইরে বের করে ছবি তুলতে গিয়ে আহত হয় এক যুবক।
গোসাইপুরের একটি নির্মীয়মান বহুতলের মধ্যে বিশালাকার অজগর সাপ দেখতে পান নিরাপত্তা কর্মীরা। এরপর তারাই খবর দেন বনদপ্তরকে, এরই মাঝে পথ চলতি উৎসাহী যুবকরা অজগরটি ছবি তুলতে উৎসাহী হয়। তাদের মধ্যে এক যুবক ছবি তুলতে গিয়ে আহত হয়, এরপর আহত যুবককে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এরপর বন দপ্তরের তরফ থেকে অজগর সাপটি উদ্ধার করে নেওয়া হয়।