|
---|
উজির আলী, নতুন গতি, চাঁচল: আজ পয়লা জুলাইয়ে ছিল চিকিৎসক দিবস। ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্ম ও প্রয়ান দিবস। মানুষের কাছে যারা ভগবান সেই ডাক্তারদের কোয়াটার ও হাসপাতালে গিয়ে সম্বর্ধনা দেওয়া হয়েছে মালদহের চাঁচল ১ নং ব্লক তৃণমুল ছাত্রপরিষদের তরফে। তাদের কাছে পৌঁছে গিয়ে ভারতের জাতীয় প্রতীকির মালা,পেন তুলে দিলেন টিএমসিপির কার্যকরি সভাপতি বাবু সরকার সহ গোটা সংগঠন।
সম্বর্ধনা তুলে দেওয়া হয়েছে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাঃ ওয়াসিম আক্রাম, ডাঃ সূভাশিষ বড়ুয়া সহ চাঁচল হাসপাতালে কর্তব্যরত সমস্ত ডাক্তার বাবুদের সন্মান জানানো হয় টিএমসিপির তরফে। করোনা যোদ্ধাদের সম্মান জ্ঞাপনে টিএমসিপিকে সাধুবাদ জানিয়েছে চাঁচলের নাগরিক সমাজ।