|
---|
নিজস্ব সংবাদদাতা : ৩০জুন ঐতিহাসিক হুল দিবস পালন করল আপার প্রাইমারী সংগ্রামী মঞ্চ। সিধু কানহু, চাঁদ, ভৈরো প্রমুখ বীর ও ফুলো, ঝানো প্রমুখ বীরাঙ্গনার প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্তমান সময়ে আপার প্রাইমারী নিয়োগে স্কুল সার্ভিস কমিশন কর্তৃক সমাজের প্রান্তিক শ্রেনীর নিয়োগ প্রার্থীদের বঞ্চনার বিষয়ে একটি আলোচনা চক্র আয়োজন করে তারা। আলোচনায় আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামারুজ্জামান, ভারত জাকাত মাঝি পারগানা মহলের উত্তরবঙ্গের সভাপতি বাপী সোরেন এবং বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের হুগলি জেলা সভাপতি মুহাম্মদ জাবিউল্লাহ। ইন্টারভিউ দিয়েও মেরিটলিস্টে না থাকা, টেট ও অ্যাকাডেমিক স্কোরের অসঙ্গতি, বিষয় ও ক্যাটিগরী ভিত্তিক রেশিও না মানা, সিট আপডেট না করা বা নবস্থাপিত বিদ্যালয় গুলির শূন্যপদ যুক্ত না করার পাশাপাশি ট্রেন্ডহীন শূণ্যপদে আনট্রেন্ডদের সুযোগের কথা গেজেটে বলা থাকলেও তাদের নিয়োগ পক্রিয়া থেকে বাদ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। আর এর ফলে বঞ্চিত হয়েছে এস সি, এস টি, ওবিসি, প্রতিবন্ধী ইত্যাদি সংরক্ষিত শ্রেনীর আনট্রেন্ড নিয়োগ প্রার্থীরা। দেবাশীষ মুদি, আশাদুল্লা শাহ, অপূর্ব ঘোষ, গার্গী মুদি, এ কে এম মনিরুজ্জামান, রবি মাহালী, নূর মহম্মদ খাঁন, সুনীল হাঁসদা, দয়াল সিং প্রমুখ আনট্রেন্ড নিয়োগ প্রার্থীরা তথ্য সহ দেখান তাদের বিষয় ও ক্যাটিগরীতে প্রচুর সিট ভেকেন্ট থাকা সত্ত্বেও ভেরিফিকেশনের পর ইন্টারভিউতে তাদের ডাকা হয়নি।ট্রেন্ড প্রার্থী পাওয়া না গেলে সেই বিষয় ও ক্যাটিগরীতে আনট্রেন্ডদের নেওয়ার উল্লেখ নিয়োগ বিধির যে অংশে আছে সেই অংশটিও তারা সভায় উদ্ধৃত করেন। এরকম সিটের মোট সংখ্যা প্রায় ২৭৭২, যা বাদ গেলে নিয়োগের তর্জন গর্জন করা স্কুল সার্ভিস কমিশন কার্যত ৭ বছর পরে উচ্চপ্রাথমিকে মাত্র এগারো হাজার শূণ্যপদে নিয়োগ করতে চলেছে।যদিও আপার প্রাইমারী নিয়োগের ক্ষেত্রে অসঙ্গতিগুলি দূর করে মামলার নিষ্পত্তি করে দ্রুত নিয়োগের দাবীতে লড়াই তীব্রতর করতে চলেছে আপার প্রাইমারী সংগ্রামী মঞ্চ। নন মেরিট লিস্টেডদের মেরিট লিস্টে অন্তর্ভুক্ত করে, ট্রেন্ডহীন সংরক্ষিত শূণ্যপদে আনট্রেন্ডদের ইন্টারভিউ নিয়ে, টেট ওয়েটেজ ও অ্যাকাডেমিক স্কোরের অসঙ্গতি দূর করে , বিষয় ও ক্যাটিগরী ভিত্তিক রেশিও মেনে, সাত বছরের শূণ্যপদ এবং নবস্থাপিত বিদ্যালয়ের ৫১০৮ টি শূণ্যপদ ফাইনাল ভেকেন্সীতে যুক্ত করে মামলার নিষ্পত্তি ঘটিয়ে আগামী ২৪শে জুলাইয়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে লকডাউনের পর প্রথম কাজের দিনে বিকাশ ভবনের সামনে গণ অনশনে সামিল হবেন বলে জানিয়েছে আপার প্রাইমারী সংগ্রামী মঞ্চ। অনশন কর্মসূচীতে বাধা এলে তাদের যন্ত্রনার কথা পৌঁছে দিতে সেখান থেকেই নবান্ন অভিযান করবেন বলে তারা জানিয়েছেন।