বিপুল বিস্ফোরক উদ্ধার বীরভূমের মহম্মদ বাজারের তালবাঁধ পাথর শিল্পাঞ্চলে।

 

    আজিম শেখ নতুন গতি:

    বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে বীরভূমের মোহাম্মদ বাজার থানার তালবাঁধ পাথর শিল্পাঞ্চলে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঠিক কি কারণে ওই বিপুল পরিমাণে বিস্ফোরক মজুত করা হয়েছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে তালবাঁধ এলাকায় একটি বাড়ি থেকে ২০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, ৯০০ টি করে ডিটোনেটর এবং জিলেটিন স্টিক উদ্ধার হয়। মহ: বাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে হানা দেয় এবং সেখান থেকেই ওই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়।
    সালবাদরা থেকে এর আগেও প্রচুর পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট ও ডিটোনেটর জিলেটিন উদ্ধার করেছিল রামপুরহাট থানার পুলিশ।
    কিন্তু পুলিশ এত সক্রিয় হবার পরেও কি করে চলছে এই সমস্ত কাজ।