কাকার মৃত দেহ সৎকার না ভাইপো ঘরে বন্দি করে আগলে রাখে

 

    আজিম শেখ:নতুন গতি
    ৮ আগস্ট : ঘরের মধ্যে এক ব্যক্তির পচাগলা দেহ। মৃতদেহ আগলে রয়েছে মৃতের ভাইপো।ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বীরভূমের সিউড়ি থানা এলাকার বড় বাগান পাঁচের পল্লীতে। জানা গেছে মৃতের নাম অপূর্ব মন্ডল। বয়স ৬৫ উর্দ্ধ। স্থানীয় বাসিন্দাদের মতে, অপূর্ব মন্ডল, তার ভাই নির্মল মন্ডল, নির্মল মন্ডল স্ত্রী ও দুই ছেলে পাঁচের পল্লী বাড়িতে বসবাস করতেন। যেহেতু তারা বছর পাঁচেক আগে বাড়িটি কিনেছিলেন তাই পাড়ার অন্যান্য পুরনো বাসিন্দাদের সাথে সেরকম যোগাযোগ ছিল না। এরপর বুধবার সন্ধ্যায় অপূর্ব মন্ডল এর দেহ সৎকারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তার ভাইপো কিয়ক মন্ডল এবং তার মাসি। তা দেখে সন্দেহ জাগে পাড়া-প্রতিবেশীর মনে। খবর যায় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এই নিয়ে অপূর্ব মন্ডল এর ভাইপোর দাবি, দিন পাঁচেক আগে তার বাবা নির্মল মন্ডল ও মা এবং দাদা বাইরে গেছেন। তাই তিনি এবং তার জেঠু বাড়িতে থাক ছিলেন। মঙ্গলবার দিন তো কোন কারণে তার মৃত্যু হয়েছে। তিনি বাড়ির লোকদের খবর দিয়েছেন। তবে পুলিশ বা পাড়া প্রতিবেশীকে কিছুই জানাননি। অন্যদিকে প্রিয়ক মন্ডল এর দাবি, তার বোনপো মানসিক ভারসাম্যহীন। তাই সে তার পরিবারের লোক কে জানিয়েছিল। পাড়া-প্রতিবেশী পুলিশকে জানানোর মতো বোধবুদ্ধি তার নেই। তবে তিনি কেন জানাননি পুলিশ বা অন্য কাউকে।এই নিয়ে তার উত্তর, এক মহিলার পক্ষে কে এসব কাজ করা সম্ভব। তবে এই নিয়ে পাড়া-প্রতিবেশীর মন্তব্য অন্যরূপ। স্থানীয় বাসিন্দাদের মতে, অন্ততপক্ষে চার থেকে পাঁচ দিন আগে ওই ব্যক্তি মারা গেছেন। কারণ মৃতদেহ থেকে প্রচন্ড পরিমানে দুর্গন্ধ উঠছিল। এছাড়া বাড়ির মধ্যে মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য মাচা তৈরি হয়েছিল অর্থাৎ লুকিয়ে দেহ সরিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল।
    ভাইপো প্রশ্ন উত্তর মানসিক ভারসাম্য হীন ব্যক্তির মত উত্তর কাকার মৃত্যু ঘটনা তে । অপরদিকে দিকে পুলিস ভাইপো কে মনোবিদ দের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত, ।প্রথমিক তদন্তে পুলিস বুঝতে পারে দেহটি বেশ কয়েক দিন ধরে বাড়িতে আছে ।এবং ভাইপোর আস্বভিক আচারণ ধন্দে ফেলছে পুলিসী তদন্ত ।