|
---|
উজির আলী, নতুনগতি, চাঁচল: ২১ মার্চ
করোনা মহামারি থেকে বাঁচতে জনসাধারণের কাছে সচেতনতা বার্তার প্রচার চালাল পার্শ্ব চিকিৎসা সেন্টারের ছাত্রীরা। মালদহের চাঁচল ১ নং ব্লকের উৎকর্ষ বাংলার আওতাধীন আদর্শপল্লী পার্শ্ব চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে শনিবার প্রচার চালানো হয়।
জানা যায়, এদিন সেন্টারের শিক্ষক মুক্তার আলম সহ পঞ্চাশজন ছাত্রী এদিন বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গোটা চাঁচল শহর পরিক্রমা করে। পথ চলতি মানুষের মাঝে করোনা প্রতিরোধের পরামর্শ তুলে ধরেন ছাত্রীরা। সূত্রের খবর, এদিন শোভাযাত্রায় সামিল হয়েছিলেন মালদা জেলাপরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন। তিনি বলেন, এলাকায় করোনা নিয় গুজব রটাবেন না, তবে সন্দেহ হলে স্থানীয় হাসপাতালে যোগাযোগ করুন। ও প্রশাসনের সাহায্য নিন। রাজ্য সরকারও তৎপর রয়েছে এই করোনা ভাইরাস মহামারি নিয়ে। তবে সর্বদা পরিস্কার পরিচ্ছন্নতা থাকার আহ্বান জানান এদিন রফিকুল হোসেন।