|
---|
করোনা ভাইরাসের জন্য দেশে এই কঠিন পরিস্থিতিতে জাতির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকবে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, দেশের মানুষদের আশ্বাস দিলেন PFI চেয়ারম্যান ও এম এ সালাম
আলম সেখ, নতুন গতি :– সারা পৃথিবীর মানুষ এখন করোনা ভাইরাস এর জন্য ভয়ংকর চিন্তার মধ্যে আছে, এখন পর্যন্ত সারা পৃথিবীতে 11 হাজারের অধিক মানুষ মারা গেছে এবং শুধু আজকেই ইতালি তে 627 জনের মৃত্যু হয়েছে, এই ভাইরাসের মোকাবিলা করার জন্য ইতিমধ্যে অনেক দেশ অর্থ সংরক্ষণ করে রেখে দিয়েছে ।
কিন্তু সব চাইতে চিন্তার বিষয় হলো ভারত কে নিয়ে, আন্তর্জাতিক মহল ও ইন্টেলিজেন্স দের রিপোর্ট অনুযায়ী এই করোনা ভাইরাস অনেক বড় বিপদ আনতে পারে ভারতে। তাদের তরফে একটা অনেক বড়ো সংখ্যা প্রকাশ করা হয় যে এত গুলো মানুষ ভারতে মারা যেতে পারে। ইতিমধ্যেই 200 জনের বেশি মানুষ ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে ভারতে এবং 2 জন মারা গেছে।
এই প্রাকৃতিক বিপদ থেকে বাঁচার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা করেছে যে 22 মার্চ রবিবার পুরো দেশে জনতা কারফিউ থাকবে কিন্তু কিছুদিন আগে তিনি ঘোষণা করে ছিল যে করোনা ভাইরাসে মৃত্যু দের কে 4 লক্ষ টাকা দেওয়া হবে, ঘোষণার কিছুক্ষণ পরেই সেটা বাতিল করে দেন তিনি।
এমন অবস্থায় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ও এম এ সালাম মহাশয় এর তরফে একটা প্রেস রিলিজ করা হয়েছে যেখানে তিনি আহবান করছে সারা দেশের পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার মেম্বার দের কে এই কঠিন পরিস্থিতিতে সাহায্যের জন্য প্রস্তুত থাকার, তিনি বলেন যে এর আগেও অনেক বড় বড় প্রাকৃতিক বিপদের সময় আমরা ঝাঁপিয়ে পড়েছি সাহায্যের জন্য, ত্রাণ সরবরাহের জন্য, বিপদ থেকে উদ্ধারের জন্য ঠিক তেমনি দেশের মানুষ কে আশ্বাস দিয়েছেন তিনি যে এবারও এই ভয়ংকর পরিস্থিতিতে জাতির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকবে।
ইতিমধ্যেই পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ক্যাডার দের কে ট্রেনিং দেওয়া শুরু হয়ে গেছে করোনা ভাইরাসের মোকাবিলার ( রেসকিউ, রিলিফের) জন্য।
এবং পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার 31 মার্চ পর্যন্ত নির্ধারিত সমস্ত সভা ও পাবলিক কর্মসূচি স্থগিত করা হয়েছে ।