মালদার চাঁচলে দুঃস্থ ও অনাথদের পাশে একটি স্বেচ্ছাসেবী সংস্থা

উজির আলী,নতুনগতি,চাঁচলঃ ১৩ ই মে

    লকডাউনের আবহে ফের দুঃস্থ মানুষ ও অনাথদের পাশে দাঁড়াল মালদহের চাঁচলের স্বেচ্ছাসেবী সংস্থা চাঁচলের খানপুর আজাদ গ্রাম উন্নয়ন সমিতি। বুধবার খানপুরে শিবির করে ওই ত্রান বিলি করেন সংস্থার সদস্যরা। করোনা রুখতে লকডাউনের জেরে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া মানুষেরা কর্মহীন হয়ে পড়ায় চরম কষ্টে দিন কাটছে তাদের। তবে তাদের সরকারিভাবে রেশন দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের পাশে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী দিয়ে প্রশাসনের পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। কেউ ব্যক্তিগতভাবে সাহায্য করেছেন, কোথাও এগিয়ে এসেছেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা, রাজনৈতিক দলের নেতারা।

    গত সপ্তাহেই রতুয়ার মাগুড়া এলাকায় ১৫০ জন দুঃস্থকে একমাসের খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করেছিল আজাদ গ্রাম উন্নয়ন সমিতি। বুধবার খানপুরে শিবির করে ৭০ জন দুঃস্থ মানুষকে খাদ্য সামগ্রী দেন তারা। প্রত্যেককে পাঁচ কিলোগ্রাম চাল, দেড় কিলোগ্রাম ডাল, দেড় কিলোগ্রাম সর্ষের তেল, আটা, খেজুর ও চিনি দেওয়া হয়। লকডাউনের মধ্যে আবারও প্রয়োজনে এলাকার দুঃস্থ মানুষদের সাহায্য করা হবে বলে জানিয়েছেন খানপুর আজাদ গ্রাম উন্নয়ন সমিতির সম্পাদক আব্দুর রশিদ।