|
---|
উজির আলী,নতুনগতি,রতুয়া:১৩ ই মে: লকডাউন শুরু হওয়ার পর থেকেই দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন মালদহের রতুয়ার তৃণমূল নেতা শেখ ইয়াসিন ও তার স্ত্রী তথা জেলা পরিষদের স্বাস্থ্যকর্মাধ্যক্ষ পায়েল খাতুন। এরমধ্যে এলাকার ২৫ হাজারেরও বেশি দুঃস্থ মানুষকে খাদ্য সামর্গী দিয়ে সাহায্য করেছেন তারা। সবটাই ব্যক্তিগত উদ্যোগে। বুধবারদিন ফের দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন শেখ ইয়াসিন। করোনার জন্য প্রায় দেড় মাস ধরে দেশে লকডাউন শুরু হয়েছে! এরফলে বন্ধ সমস্ত কাজকর্ম। কর্মহীন হয়ে পড়ায় সবথেকে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। প্রশাসনের তরফে তাদের রেশন দেওয়া হচ্ছে। কিন্তু তাতে টানা প্রতিদিন দুবেলা খাবার জোটে না। এই অবস্থায় তাদের পাশে দাঁড়িয়ে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। স্বেচ্ছাসেবী সংস্থা, কেউ বা ব্যক্তিগতভাবে আবার তাদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পুলিশও।
তাদের কষ্ট দেখে লকডাউনের শুরু থেকে তাই সচেষ্ট হন শেখ ইয়াসিন। বুধবার সামসি এলাকায় তৃণমূল কার্য়ালয়েশিবির করে সামাজিক দূরত্ব বিধি মেনে দুঃস্থদের হাতে খাবার তুলে দেওয়া হয়। এদিন মোট ১২০০ জন দুঃস্থ মানুষকে চাল, ডাল, পেয়াজ, সয়াবিন, সার্ফ ও সাবান দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এদিন ওই শিবিরে হাজির ছিলেন তৃণমূল নেতা শেখ আতাউর, রতুয়া গ্রাম পঞ্চায়েতর প্রধান আলমগীর রেজা চোধুরী সহ বিশিষ্টদের অনেকেই। শেখ ইয়াসিন এদিন বলেন, দুঃসময়ে দুঃস্থদের পাশেদাঁড়ানো সকলের কর্তব্য। অনেকেই ওদের সাহায্য করছেন। সাদ্যমতো আমিও সাহায্য করে চলেছি। লকডাউন না ওঠা পর্য়ন্ত আবারও ওদের সাহায্য করা হবে।