|
---|
সারা ভারত ফরওয়ার্ড ব্লকের মালদা জেলা সাধারণ সম্পাদকের সহযোগিতায় পরিযায়ী শ্রমিকদের খাদ্যদ্রব্য পৌছে দিলেন মুম্বাই, কেরালায়
সানাজ, নতুন গতি, মোথাবাড়ি: কমরেড শ্রীমন্ত মিত্রর সহযোগিতায় মহারাষ্ট্রের পুনেতে আটকে পড়া শ্রমিকদের জন্য মহারাষ্ট্রের ইউসিসি সংস্থার পক্ষ থেকে এক মাসের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। মহারাষ্ট্রের পুনেতে প্রায় 200 জন শ্রমিক আটকে রয়েছে। যাদের মধ্যে অনেকের কাছে খাবার ও ও টাকা পয়সা কিছু নেই, দিন দুয়েক আগে লেবার দের একজন কল করে অধ্যাপক ইসমাইলকে জানান, তারা তাদের কাছে কয়েক বেলার খাবার রয়েছে খাওয়ার ব্যবস্থা না করলে অনাহারে মারা যাবে তারা। কারণ পুনেতে পুরোপুরি লকডাউন চলছে এবং করুণা ভাইরাসের রোগীর সংখ্যা পুনেতে যথেষ্ট। তাই সরকারি নজরদারি এড়িয়ে কোনমতেই বাইরে বেরোনো সম্ভব নয় কাজ তো দূরের কথা। তারপরই মোহাম্মদ ইসমাইল যোগাযোগ করেন, মালদা জেলার ফরওয়ার্ড ব্লকের সম্পাদক শ্রীমন্ত মৈত্রীর সঙ্গে এবং তিনি শ্রমিক সংগঠনের সাথে যোগাযোগ করে শ্রমিকদের জন্য এক মাসের খাদ্য সামগ্রী তুলে দেওয়ার ব্যবস্থা করেন টি ইউ সি সি পক্ষ থেকে।
খাবার তুলে দেন খাদ্য সামগ্রী পি মেনন ও তার সহযোগীরা।
তাঁর সহযোগিতায় প্রতিদিন প্রায় দেশের বিভিন্ন প্রান্তে শ্রমিকেরা খাবার পাচ্ছেন। গত পরশু কেরালায় আটকে থাকা শ্রমিকদের খাবারে টান পড়লে সেখানকার লোকের সাথে ও শ্রমিক সংগঠনের সাথে কথা বলে দ্রুত খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন তিনি।
শ্রীমন্ত মিত্র জানান ,ডক্টর মুহাম্মদ ইসমাইল এর কাছ থেকে খবর পাই, আমার জেলার মোথাবাড়়ি এলাকার 27 জন শ্রমিক মহারাষ্ট্রের পুনেতে লকডাউন এর ফলে আটকে রয়েছে। এবং প্রচণ্ড খাদ্যকষ্টে আছে। আমি পুনে ডিফেন্স অর্ডিন্নাস ফ্যক্টরির TUCC শ্রমিক ইউনিয়ন কে জানাই। এবং তারা আমার জেলার শ্রমিকদের কাছে প্রায় 45 দিনের খাদ্যসামগ্রী পৌঁচে দিয়েছে। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি কমরেড মেনন ও তার সহযোগীদের।