|
---|
নতুন গতি ওয়েব ডেস্কঃ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক নিগ্রহের ঘটনা আকছার ঘটে। এবার খোদ কোতয়ালী থানার IC পার্থ সারথি পালের দ্বারা আক্রান্ত হলেন পশ্চিম মেদিনীপুর জেলার একজন বিশিষ্ট সাংবাদিক। ঘটনার সূত্রপাত মেদিনীপুর শহরে দলছুট হাতির প্রবেশকে ঘিরে। বৃহস্পতিবার সন্ধ্যা আটটা নাগাদ একটি দলছুট হাতি মেদিনীপুর শহরের কলেজ ও রাজাবাজার এলাকায় প্রবেশ করে তান্ডব শুরু করে। সেই সময় হাতি দেখতে এলাকার মানুষ প্রচুর ভীড় জমায়। একজন দায়িত্বশীল সাংবাদিক হিসেবে নিউজ 18 বাংলার সাংবাদিক শোভন দাস গলায় প্রেস কার্ড ঝুলিয়ে সেই খবর সংগ্রহ করতে যায়। পুলিশের কয়েক জন সিনিয়র অফিসার যখন হাতি তাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামছেন, তখনই সাংবাদিকদের গায়ে হাত তোলার ঘটনা ঘটে । অভিযোগ, রাজাবাজার টরেন্টো লজের সামনে প্রকাশ্যে কোতোয়ালি থানার IC পার্থসারথি দাস সাংবাদিক শোভন দাস সহ তাঁর সহকর্মী ঝাড়শ্বর মাকুড়কে ধাক্কাধাক্কি দেয়, চড় মারে, এমনকি প্রেস কার্ড দেখালে অকথ্য ভাষায় তিনি গালিগালাজও করেন ।
এই ঘটনার প্রতিবাদে মেদিনীপুরের সাংবাদিক সংগঠন একত্রিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করে এস পি অফিসে। এস পি না থাকার কারণে এডিশনাল এস পি অম্লান কুসুম ঘোষ ডেপুটেশন গ্রহণ করেন এবং তিনি সমস্ত কিছু খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
সাংবাদিক শোভন দাস ও তাঁর সহকর্মী ঝাড়েশ্বর মাকুড় বলেন, মেদিনীপুর কোতোয়ালী থানার আই. সি পার্থ সারথি বাবুকে নিজের হাউস কার্ড দেখানোর পরেও প্রকাশ্যে চড় মারেন। শুধু তাই নয় অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি। এই ঘটনার নিন্দা জানিয়েছেন বিশিষ্ট জনেরা।