|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, হাঁসখালি, নদীয়া : গত লোকসভা ভোটে হনুমান সেজে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের হয়ে প্রচার করেছিলেন নিবাস সরকার বয়স( ৫৫)। গতকাল সে এনআরসির আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন, সিপিএমের দাবি জাতীয় নাগরিক পঞ্জিকা এনআরসি নিয়ে ভীতির জেরে আত্মঘাতী হয়েছে। পরিবার সূত্রে জানা যায় পারিবারিক কোনো অশান্তি ছিলনা। তিনি রাজস্থানের উদয়পুরের গামেন্ট চিকিৎসার চিকিৎসক হিসেবে কাজ করতেন। নিবাসের দুই ছেলে মেয়ে তাদের বসবাস মিলন নগর। পুলিশ সূত্রে জানা গেছে নিবাস কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে।