|
---|
খান আরশাদ, রাজনগরঃ-বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে শুক্রবার রাজনগর থানায় আয়োজিত হল রক্তদান শিবির। বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে এবং রাজনগর থানার সহযোগিতায় জেলায় রক্তের সংকট মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় বলে জানান উদ্যোক্তারা।
জেলার হাসপাতালগুলিতে বিভিন্ন সময় রক্তের প্রয়োজন হয়ে পড়ে। অনেক সময় রক্তের সংকটও দেখা দেয়।
এই সংকট মেটানোর উদ্দেশ্যে বীরভূম জেলার বিভিন্ন থানায় এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে জেলা পুলিশের পক্ষ থেকে। রাজনগর থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জীর তত্ত্বাবধানে শুক্রবার বিকেলে রাজনগর থানায় রক্তদান শিবির আয়োজিত হয়।এই রক্তদান শিবিরে পুলিশকর্মী, সিভিক ভলেন্টিয়ারগন সহ প্রায় ৫০ জন রক্তদাতা এদিন রক্তদান করেন বলে জানা গেছে।