|
---|
এক মাসের বেতন বাবদ সিভিক ভলিন্টিয়ারের ত্রাণ বিতরণ বীরভূমের লোকপুরে
সেখ রিয়াজ উদ্দিন,নতুন গতি, বীরভূম: করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত সমগ্র বিশ্ব, সেই আতঙ্ক থেকে বাঁচার একমাত্র পথ গৃহবন্দি, সরকারি ভাবে তারজন্য ঘোষিত হয়েছে লকডাউন। লকডাউন সফলতার লক্ষ্যে প্রশাসন প্রথমে সচেতনতা বিষয়ক প্রচারের জন্য আলোচনা, মাইকিং, পোস্টারিং ইত্যাদির ব্যবস্থা করা হয়। জনগণ তাতে সাড়া না দেয়ায়, চলে পুলিশের লাঠিচার্জ সিভিক ভলিন্টিয়ারদের সহযোগিতায়। পরক্ষনেই আবার দেখা যায় সেই সিভিক ভলিন্টিয়ারদের সাথে স্বাস্থ্য কর্মীরা যৌথ ভাবে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিচ্ছেন,বাড়ির কোন সদস্য কাজের জন্য দেশ বিদেশে গিয়েছে কিনা, স্বাস্থ্য পরীক্ষা করানোর ব্যবস্থা, আইশোলেশন হিসেবে বাড়িতে নজরদারি রাখা ইত্যাদি কাজ কর্ম করতে গিয়ে চোখে পড়ে অসহায় ব্যাক্তিদের দূর্দশার দৃশ্য।তাই শুধু লাঠি হাতে পুলিশের পাশে নয়, অসহায় ব্যাক্তিদের পাশে ও দেখা গেল ত্রাণ বিতরণ করার কাজে ব্রত। বীরভূম জেলার লোকপুর থানার সিভিক ভলিন্টিয়ার রাকেশ আঢ্য তার একমাসের বেতন বাবদ সমগ্র টাকার বিনিময়ে চাল,ডাল,তেল ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের প্যাকেট তুলে দেয় ভাড্ডি, কমলপুর,লোকপুরের বেশকিছু অসহায় দুঃস্থ ব্যাক্তিদের হাতে।সামন্য বেতনের চাকরি সিভিক ভলিন্টিয়ারের এরূপ মানসিকতায় উৎসাহ যোগাতে উপস্থিত ছিলেন স্বয়ং লোকপুর থানার সদ্য দায়িত্ব প্রাপ্ত আধিকারিক তথা ওসি রমেশ সাহা। প্রশাসন সহ বিভিন্ন মহলে সিভিক ভলিন্টিয়ার রাকেশের এরকম মহতি কাজের জন্য প্রশংসা করা হয়। দূরাবস্থার সময় মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে মানুষের কাজ বলে অনেকে অভিমত ব্যক্ত করেন।