কালিয়াচক কলেজে বিশ্ব এইডস দিবস সম্পর্কে সচেতনতা সভা

নতুন গতি, কলিয়াচাক: কালিয়াচক কলেজে বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত হল সচেতনতা সভা। কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ডক্টর নাজিবর রহমান। প্রধান অতিথির আসন অলংকৃত করেন কালিয়াচক ডক্টরস ক্লাবের সভাপতি ডক্টর হাজিরুল ইবকার। কালিয়াচক কলেজের এন এস এস বা ন্যাশনাল সার্ভিস ইস্কিম ইউনিট ওয়ান এবং ইউনিট টু এর উদ্যোগে অনুষ্ঠিত এই সভা সঞ্চালনা করেন এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার এবং প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সম্রিতা পান্ডা এবং শ্রাবিক ডিপার্টমেন্টের শিক্ষক মুন্সিফ্ আলী রিজভী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ইকোনোমিক্স ডিপার্টমেন্টের প্রধান এবং ইন্টার্নাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এর এর কো-অর্ডিনেটর, ডক্টর সুব্রত কুমার দাস সহযোগিতা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিস্টার গজেন বারুই।

    সভাপতির ভাষণে ডক্টর নাজিবর রহমান উল্লেখ করেন পৃথিবীতে প্রায় 4 কোটি 40 লক্ষ লোক এইডস এ মারা গেছে এবং ৩৯ মিলিয়ন লোক আক্রান্ত হয়ে আছে এই মারন ব্যাধির কোন ওষুধ বার হয়নি। একমাত্র সাবধানতা এর থেকে বেঁচে থাকার উপায়। এইডস ডে ২০২৩ এ ওয়ার্ল্ড হেলথ অর্গানিজেশন এর পক্ষ থেকে মেসেজ ঠিক করা হয়েছে লেট দী কম্যুনিটি লিড। তিনি সমবেত ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা শিক্ষা কর্মীদের উদ্দেশ্য করে বলেন এইডস থেকে বাঁচার জন্য যে যে সর্তকতা আলোচিত হলো সবগুলো সমাজের সর্বস্তরে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। ডক্টর হাজিরুল ইফতার বলেন নিরাপদ যৌন সম্পর্ক , একই নিডলে ইনজেকশন নেওয়া, একই ব্লেডে দাড়ি কাটা থেকে বিরত থাকতে হবে। তিনি সতর্ক ও করে বলেন বাইরে যারা কাজ করতে যান বা পরিযায়ী শ্রমিক হিসেবে সংসার চালানোর ব্যবস্থা করেন তারা অবৈধ সম্পর্কের জড়িয়ে পড়ে ও অসংরক্ষিত যৌন আচরণ করে তবে তাদের মাধ্যমেও এইডস আমাদের সমাজে ছড়িয়ে যেতে পারে।