|
---|
বাইজিদ মন্ডল , ডায়মন্ড হারবার:-এক ডাকে অভিষেক’ কর্মসূচি কে সামনে রেখে এই উদ্যোগ কে সফল করতে মাথুর অঞ্চলে করাই বেরিয়া ২৭ নম্বর বুথে প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন ব্লক২ সভাপতি অরুমোয় গায়েন ও ব্লক২ যুব নেতা শামীম আহমেদ মোল্লা সহ ব্লকের আরও অন্যান্য নেতৃত্বরা। পাশাপশি সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী একটি হেল্প লাইন নম্বর চালু হয়। ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বর দিয়ে তাতে ফোন করে এলাকাবাসীকে তাঁদের যাবতীয় সমস্যার কথা সাংসদকে জানাতে বলেন। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক২ সভাপতি অরুময় গায়েন, ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের যুব নেতা তথা সরিষা অঞ্চলের অবজারভার শামীম আহমেদ মোল্লা,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বরজাহান শেখ, আই,এন,টি,টি,সি সভাপতি হাসিবুল,ব্লক২ মহিলা সভানেত্রী শিপ্রা কাঁঠাল,সদস্যা টুম্পা এছাড়াও মাথুর অঞ্চলের সকল নেতৃত্বরা।
ব্লক ২ তৃনমূলের সভাপতি অরুময় গায়েন বলেন সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশ এবং যুব নেতা শামীম আহমেদ মোল্লার সঙ্গে নিয়ে ইতিমধ্যে মাথুর অঞ্চলে প্রত্যেকটি বুথের মধ্যে সকল স্থরের ১০টি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। যেমন তাঁদের সমস্যার কথা শুনতে হবে, তেমনি তাদের এলাকায় কোনো উন্নয়ন বিষয় নিয়ে সাংসদের কাছে প্রস্তাব পাঠাতে চায় কি না সে বিষয়ে তাদের কাছে জানা হচ্ছে। সাংসদ এই উদ্যোগ কে সর্বস্তরের সাধারণের মানুষ সাধুবাদ জানিয়েছেন।