|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :
আজ ১৩ই জুলাই বুধবার দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের জয়হিন্দ অডিটোরিয়ামে INTTUC যাদবপুর, ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলার উদ্যোগে ২১শে জুলাই এর শহীদ স্মরণে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন INTTUC র রাজ্য সভাপতি শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী শ্রী বঙ্কিম হাজরা ও শ্রী দিলীপ মন্ডল, বিধায়ক শ্রী অশোক দেব, শওকত মোল্লা, শ্রীমতি ফিরদৌসী বেগম, শ্রীমতি লাভলি মৈত্র, শ্রী বিভাস সর্দার,বিশ্বনাথ দাস, গণেশ মন্ডল INTTUC র জেলা সভাপতি ও বর্ষীয়ান ট্রেড ইউনিয়ন নেতা শ্রী শক্তিপদ মন্ডল একাধিক বিধায়ক। বিশেষ করে এই সভায় লক্ষ লক্ষ মানুষের জমায়েত এবং তারা কিভাবে ২১শে জুলাই শহীদ দিবসে যাবেন তার ব্যবস্থা গ্রহণ করা।