কেক দিয়ে “Proud Moment” তৈরী করে তাকে লাগিয়ে দিলেন মালবাজারের এক যুবতি

নিজস্ব সংবাদদাতা : কেক দিয়ে “Proud Moment” তৈরী করে তাকে লাগিয়ে দিলেন মালবাজারের এক যুবতি।
বীরদর্পে চাঁদ জয় করল ভারত। চাঁদের দক্ষিণ মেরুতে পা পড়ল ল্যান্ডার ‘বিক্রম’-এর। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে, সব ব্যর্থতাকে ভুলে ইতিহাস তৈরি করল ভারত। চাঁদের পৃষ্ঠে সফল ভাবে অবতরণ করল ইসরোর চন্দ্রযান-৩। রুদ্ধশ্বাস উদ্বেগের প্রহর কাটিয়ে বুধবার, ঠিক সন্ধে ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে পাখির পালকের মতো নেমে আসে চন্দ্রযান-৩। “বিক্রম” এর সফল ল্যান্ডিংয়ের পর উচ্ছ্বসিত গোটা দেশ। এই উচ্ছ্বাস ক্যামেরা বন্দি করছে সারা দেশের মানুষ। আর তার মধ্যে একজন মালবাজারের শ্রেয়সী। তবে শ্রেয়সী শুধু ক্যামেরা বন্দীতেই থেমে থাকেনি, বানিয়ে ফেলেছেন “proud moment”এর আস্ত একটি কেক। নিজ গুণে চাঁদের ওপর চন্দ্রযান-৩ দেখতে কেমন হতে পারে, সেই কাল্পনিক ছবিটি কেকের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তিনি। যা অবাক করছে সকলকে।

    মালবাজার পুরসভার ১নং ওয়ার্ডের আদর্শ কলোনির বাসিন্দা শ্রেয়সী দাস। বছর ২৪-এর ওই যুবতি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। আর ফাঁকা সময়ে ভালোবাসেন কেক বানাতে। সেই শখ থেকেই তিনি তৈরি করে ফেললেন আস্ত চাঁদ, এবং তার ওপর অবতরণ করা চন্দ্রযান-3 ও ল্যান্ডার বিক্রমকে। না, ইসরোর বিজ্ঞানীদের সেই চন্দ্রযান-3র মতো হুবহু হয়নি ঠিকই, কিন্তু বানাতে পেরেছেন অনেকটাই। যা দেখে আশ্চর্য অনেকেই।

    শ্রেয়সীর কথায়, একজন ভারতবাসী হিসেবে আমি গর্বিত। কারণ ইতিহাসের পাতায় ভারতের এতো বড় সাফল্য। আর সেটাই নিজের কাজের মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন তিনি।