কুলতলিতে একাধিক শিল্প কলার উদ্বোধনে ব্লক উন্নয়ন আধিকারিক সহ উচ্চপদস্থ কর্মকর্তারা

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : কুলতলী মইপিট কোস্টাল থানার বৈকুন্ঠপুরের চৌকস নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রনবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট টেকনোলজি কৃষি বিকাশ শিল্প কলা ,প্যারা মিলিটারি ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো। যেখানে উপস্থিত স্বামী বিষাদ মানন্দ মহারাজ, স্বামী পুণ্যাত্মামানন্দ মহারাজ, কুলতলী ব্লক উন্নয়ন আধিকারিক বিরেন্দ্র অধিকারি, প্রসেনজিৎ বোস, গুরুদাস মন্ডল, সনত গিরি, প্রনব জানা সহ একাধিক ব্যক্তিবর্গ। গাঙ্গেয় সুন্দরবন এলাকার,অউন্নয়নের ছোঁয়া ভরা এমন এক সুন্দর প্রজেক্ট উপহার হিসেবে পাওয়া সত্যি সুন্দরবন বাসীর কাছে এক গর্বের। এদিন এলাকার জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন সমাজকর্মী সহ বিজ্ঞান, সাহিত্য, সমাজ সেবক সহ একাধিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।