পুরসভার ভোটকে ঘিরে দার্জিলিংয়ের উষ্ণতার ছোঁয়া

দার্জিলিং: রাত পোহালেই হলেই রবিবার রাজ্যের ১০৮ পৌরসভার নির্বাচন। এর মধ্যে রয়েছে দার্জিলিং পুরসভা। শনিবার সকাল থেকে চরম ব্যস্ততার ছবি দেখা গেল শৈলরানীতে। চরম ব্যস্ততা দার্জিলিংয়ের ভোটকর্মীদের মধ্যে। দার্জিলিং গর্ভমেন্ট কলেজে ডিসিআরসি সেন্টার করা হয়েছে। সেখান থেকেই ভোটে ব্যবহৃত ইভিএম ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রের দিকে রওনা দেয় ভোট কর্মীরা। সব মিলিয়ে দার্জিলিং পুরসভার ভোটকে ঘিরে শীতের পাহাড়ে এখন উষ্ণতার ছোঁয়া।

    ব্রিটিশ আমলে ১৮৫০ সালে তৈরি হয় দার্জিলিং পৌরসভা। মোট ৩২ টি ওয়ার্ড রয়েছে দার্জিলিং পুরসভায়। গত নির্বাচনে পুরবোর্ড দখল করেছিল গোর্খা জনমুক্তি মোর্চা। যদিও পরে আন্দোলনের সময় বিমল গুরুং পাহাড় ছাড়তেই পুরসভার রাস যায় অনিতের হাতে। পরে অবশ্য বোর্ড ভেঙে প্রশাসক বসায় রাজ্য সরকার। দার্জিলিং পুরসভার মোট ভোটার রয়েছে জন্য ৬৫ হাজার ৩৯৮ জন।  তার মধ্যে ৩৩ হাজার ৫৪৩ জন মহিলা ও ৩১ হাজার ৮৫৫ জন পুরুষ রয়েছে। মোট ভোটগ্রহণ কেন্দ্র ৮২ টি। যার মধ্যে আটটি কেন্দ্র স্পর্শকাতর। মোট প্রার্থী ১৪৮ জন। তার মধ্যে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার ৩২ জন ও অজয় এডওয়ার্ডয়ের হামরো পার্টি ৩২ জন প্রার্থী দিয়েছে। পাশাপাশি ১০ জন প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস, গোর্খা জনমুক্তি মোর্চা ২২ জন, জিএনএলএফ ২৪ জন, বিজেপি আটজন প্রার্থী দিয়েছে। দার্জিলিংয়ের মহকুমাশাসক দুলেন রায় বলেন, কোভিড বিধি মেনে ভোট হবে। ইতিমধ্যে ভোটকর্মীরা বুথের উদ্দেশ্য রওনা দিয়েছে। পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রতিটি বুথে একজন করে অফিসার, দুজন করে সশস্ত্র পুলিশ ও একজন কনস্টেবল থাকবে।তারা ভোটকেন্দ্রের ভীতরে এবং বাইরে পাহাড়া দেবে।কোন অপ্রিতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তাদের ব্যাবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।