|
---|
নিজস্ব প্রতিবেদক:- ইউক্রেনের আকাশে বাতাসে শুধু শোনা যাচ্ছে গোলাবারুদের শব্দ। ইউক্রেনের রাজধানী কিয়েভে দখলের জন্য আগ্রাসন দেখাচ্ছে রাশিয়া সেনাবাহিনী। কিয়েভের অট্টালিকা গুলি লক্ষ্য করে অবিরাম গোলাবর্ষণ করছে রাশিয়ান সেনা। অট্টালিকা গুলি মুহুর্তের মধ্যে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। তবে নিজের সীমাবদ্ধ ক্ষমতা দিয়ে লড়াই চালাচ্ছে ইউক্রেন সেনাবাহিনী। এ বিষয়ে আরও জানা গেছে এবার রুশ সেনার মোকাবিলা করতে কিয়েভের রাস্তায় নেমে পড়েছে সেই দেশের জনগণ। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ তারা।72 ঘন্টা ধরে লড়াই চলছে দুই দেশের মধ্যে বিরামহীন ভাবে। যত সময় গড়াচ্ছে ভয়াবহতা তত বাড়ছে। শনিবার দুপুরে রাশিয়ান সেনারা ইউক্রেনে পুলিশের পোশাক পরে কিয়েভের চেক পয়েন্ট এ ঢুকে পড়ে। এরপর প্রতিরোধ করার চেষ্টা করে ইউক্রেনের সেনারা। প্রচেষ্টা বিফল হয়, রাশিয়ান সেনাদের হাতে মরতে হয় তাদের। জানা গিয়েছে এরপর থেকে কাতারে কাতারে রাশিয়ান সেনা ওই এলাকা দিয়ে কিয়েভে প্রবেশ করতে শুরু করেছে ।