আটকে থাকা পাকিস্তান, বাংলাদেশ, নেপালের পড়ুয়াদের উদ্ধারের ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত

নিজস্ব সংবাদদাতা : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পরিস্থিতি বর্তমানে খুব শোচনীয়। রাশিয়ার অবিরাম গোলাবর্ষণের কারণে ইউক্রেনের বিভিন্ন অংশ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ইউক্রেনের আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানোর যথাযথ ব্যবস্থা করেছে ভারতের বিদেশ মন্ত্রক। আটকে থাকা পাকিস্তান, বাংলাদেশ, নেপালের পড়ুয়াদের উদ্ধারের ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। সম্প্রতি এক পাকিস্তানের পড়ুয়া নাম অসীমা জানান তিনি রাজধানী কিভ থেকে ইউক্রেনের পশ্চিম সীমান্তে সুরক্ষিতভাবে পৌঁছে গেছেন। খুব তাড়াতাড়ি নিজের দেশে ফিরে যাবেন। এইজন্য ভারতের প্রধানমন্ত্রী ও ভারতের বিদেশমন্ত্রকে ধন্যবাদ জ্ঞাপন করেন।