রাষ্ট্রসঙ্ঘে উপস্থাপিত প্রস্তাবের ভোট দান থেকে বিরত থাকে বাংলাদেশ তাই তারা বাংলাদেশে করোনার টিকা পাঠাবেনা

নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনে রাশিয়া আক্রমণের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রসঙ্ঘে উপস্থাপিত প্রস্তাবের ভোট দান করা হয়। এই ভোট দান থেকে বিরত থাকে বাংলাদেশ। সেই কারণে ইউরোপের ছোট দেশ লিথুনিয়া পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা বাংলাদেশে করোনার টিকা পাঠাবেনা।

    ইউক্রেনের প্রধানমন্ত্রী মুখপাত্র জানিয়েছেন রাষ্ট্রসঙ্ঘে উপস্থাপিত প্রস্তাবের ক্ষেত্রে ভোট দেয়নি বাংলাদেশ। মোট ১৯৩ টি দেশের মধ্যে ৩৫ টি দেশ রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি। যার মধ্যে ভারত-বাংলাদেশ রয়েছে। প্রসঙ্গত কিছুদিন আগেই ঠিক হয়েছিল লিথুনিয়া থেকে করোনার পাঠানো হবে।