|
---|
নতুন গতি প্রতিবেদন: শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হতে চলেছেন গোতাবায়া রাজাপাক্ষে। তবে ‘চিন ঘনিষ্ঠ’ গোতাবায়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পথে থাকলেও অস্বস্তিতে রয়েছে ভারত। কারণ শ্রীলঙ্কা ও চিনের মধ্যে সেতু হিসাবে বরাবর কাজ করেছে রাজাপাক্ষে পরিবার।
চলতি বছর ইস্টারের সকালে ভয়াবহ জঙ্গি হামলার সাক্ষী হয় শ্রীলঙ্কা। তাতে ২৫৯ জন প্রাণ হারান। এরপর রাজাপক্ষের নির্বাচনী প্রচারে সন্ত্রাসবাদই মূল ইস্যু হয়ে দাঁড়ায়। সাধারণ মানুষকে নিরাপত্তার আশ্বাস দেন তিনি। তাতেই মানুষ তাকে বেছে নিয়েছেন বলে মনে করা হচ্ছে।
এদিকে ‘চিন ঘনিষ্ঠ’ বলে পরিচিত গোতাবায়াকে ইতিমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে মোদি লেখেন, ‘গোতাবায়া রাজাপাক্ষে, প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের জন্য আপনাকে শুভেচ্ছা। আমাদের দুই দেশ এবং দেশের নাগরিকদের জন্য শান্তি, সমৃদ্ধি এবং গোটা উপমহাদেশের নিরাপত্তার জন্য আপনার সঙ্গে একজোট হয়ে কাজ করতে অপেক্ষায় রয়েছি।’