|
---|
আর.এ.মণ্ডল (ইন্দাস,বাঁকুড়া) : ১৭ নভেম্বর বাঁকুড়া জেলার ইন্দাসে তৃণমূল ব্লক কমিটির উদ্যোগে ও ব্যবস্থাপনায় এন আর সি এবং রাষ্ট্রের চরম আর্থিক মন্দার বিরুদ্ধে একটি মহা মিছিল ও জনসভার আয়োজন করা হয়।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাঁতরা ও জেলার শীর্ষস্থানীয় নেতৃত্বগণ।স্থানীয় ব্লক নেতৃত্বের মধ্যে ছিলেন যুগ্ম কনভেনার বিধায়ক গুরুপদ মেটে ও সেখ হামিদ প্রমুখ। অন্যান্য ব্লক-নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সেখ রবিওল হোসেন ও পঞ্চায়েত সমিতির সভাপতি ফরিদা খাতুন প্রমুখ।
শ্যামল সাঁতরা এন আর সি বিরুদ্ধে তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়ে বলেন যে দেশের আর্থিক অবস্থা একেবারেই বিধ্বস্ত হয়ে গেছে।এক’শ দিনের কাজে কেন্দ্রীয় সরকার এমন কিছু নিয়ম চালু করতে চাইছে যাতে গরিব মানুষের কাজের দিন আরো কমে যাবে।দেশের সংহতিকে বিনষ্ট করে চলেছে,ধর্মের নামে ঐক্যে ফাটল ধরানোর জন্য যা খুশি তাই করতে চাইছে।কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দেওয়া হয়েছে।সেখানে অস্থিরতা বিরাজ করছে।দেশের মানুষ হয়ে নিজ দেশের খবর পাওয়া যায় না। বি জে পি একটা ভয়ঙ্কর বিষ,তাকে টেস্টিং করতে যাওয়া মানুষ আজ টের পেয়ে গেছে।তাই বি জে পি কে একটিও ভোট নয়।সভা পরিচালনা করেন বিধায়ক গুরুপদ মেটে। জাতীয় সংগীতের মধ্যে দিয়ে সভা শেষ হয়।