বৃক্ষরোপনের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তীর সূচনা হল গলসির মাদ্রাসায়।

লুতুব আলি : গলসি ২ নং ব্লকের তেঁতুলমুড়ি হাই মাদ্রাসা সুবর্ণজয়ন্তীতে পদার্পণ করেছে। সবুজয়ানের বার্তা দিতে এই অনুষ্ঠানের সুভা সূচনা হলো বৃক্ষ শিশু রোপণের মাধ্যমে। সূচনা করেন পূর্ব বর্ধমানের অগ্রণী স্বেচ্ছাসেবী সংস্থা গাছ গ্রুপের পুরোধা গাছ মাস্টার নামে খ্যাত জাতীয় শিক্ষক অরূপ চৌধুরী। দেশের স্বাধীনতা প্রাপ্তির ৭৫ বৎসর উপলক্ষে স্বাধীনতা স্বারক ২৩ তম খন্ড বোন এই মাদ্রাসায় অনুষ্ঠিত হল। গাছ গ্রুপের পক্ষ থেকে ২২ অক্টোবর এখানে ৫০ টি আমের চারা লাগানো হল। সকলকে স্বাগত জানান এখানকার হাই মাদ্রাসার প্রধান শিক্ষিকা আনজুমানরা খাতুন। অরূপ চৌধুরী বলেন, যে কোন অনুষ্ঠানে গাছ গ্রুপ চারা গাছ নিয়ে হাজির হয়ে যায়। এছাড়াও ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। একমাত্র বৃক্ষরোপনই পারে বিপর্যস্ত প্রকৃতিকে স্বমহিমায় ফিরিয়ে দিতে। এখানকার প্রধান শিক্ষিকা গাছ গ্রুপের এই মহান উদ্যোগের প্রতি সাধুবাদ জানান। গাছ গুরুপের সদস্য শিক্ষক কালিদাস মল্লিক এদিন ১০ টি মেহগিনি গাছের চারা প্রদান করেন। বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা মাধ্যমিক সহকারী বিদ্যালয় পরিদর্শক সুকল্যাণ বসু, প্রধান শিক্ষক ড. গোপাল ঘোষাল, গাছ গ্রুপের সদস্য শেখ মিসকিন আলী, প্রিয়ব্রত পাঁজা, শেখ মোঃ সেলিম, বেলান বিল্লেশ্বর হাই স্কুলের শিক্ষিকা খুকু কর্মকার, তেঁতুল মুড়ি এফপি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাদেব বাগদি। এছাড়াও এই হাই মাদ্রাসার শিক্ষক আবজেল মন্ডল, ওমর ফারুক শেখ, ভাস্কর দত্ত, অপূর্ব কুমার দত্ত, শ্যামাপ্রসাদ শ্যাম, পার্থ সারথী রায়, শেখ আকবর আলী, শিক্ষিকা শ্যামলী ভট্টাচার্য প্রমুখ।