|
---|
নিজস্ব সংবাদদাতা, ডোমকল : সাহিত্য পত্রিকা শুধু যে লেখার মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত নয় তা প্রমাণ করে বং টিউনস ফেসবুক পেজের মুখপত্র “খ” ই-ম্যাগজিন বিক্রির পুরো অর্থ লকডাউনে ক্ষতিগ্রস্ত এবং বিধ্বংসী আমফান কবলিত মানুষদের সাহায্যার্থে ব্যয় করলেন পত্রিকার সম্পাদক রীতম বিশ্বাস । তাদের তরফ গত পরশু থেকে ডোমকল এলাকার প্রায় পঞ্চাশ জন পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর প্যাকেট।
প্রসঙ্গত গত ১৪ জুন পত্রিকার সহ-সম্পাদকের হাত ধরে বহরমপুরে বেশ কিছু পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। পত্রিকার সভাপতি তানবির কাজি সম্পাদক এবং পত্রিকার পরিচালনা কমিটির এমন উদ্যোগকে স্বাগত জানান। সম্পাদক রীতম বিশ্বাস জানান, বাকি অর্থ আমফান দ্বারা ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যার্থে পেজের পক্ষ থেকে পাঠানো হবে।