|
---|
উজির আলী,নতুনগতি,চাঁচলঃ ২০ জুন
এক গৃহবধূর আত্মহত্যার চেষ্টা মালদহের হরিশ্চন্দ্রপুর থানার বোড়ল গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পাঁচ মাসের মাথায় শরীরে কেরোসিন তেলে ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন ওই বধূ। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকায়।
পরে অগ্নিদগ্ধ ঝলসানো অবস্থায় ওই বধূ নাখো ঘোষকে চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর।
গোটা শরীর ঝলসে গেছে বলে হাসপাতাল জানিয়েছে। পারিবারিক বিবাদের কারনে এমন বেদনাদায়ক ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ।
তবে এদিন সন্ধে পর্য়ন্ত লিখিত কোনও অভিযোগ দায়ের করা হয়নি কারোও তরফে বলে পুলিশ সূত্রের খবর।
এবিষয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার জানান পুলিশ গোটা ঘটনাতদন্ত প্রক্রিয়া শুরু করেছে।
প্রতিবেশী রাজ্য বিহারের সুধানি এলাকার বাসিন্দা নাখো দেবীর সহিত ছয়মাস আগে প্রকাশ ঘোষের বিবাহ সম্পন্ন হয় হিন্দু শাস্ত্র মতে। স্বামী ভিনরাজ্যে শ্রমিক শ্রেনীর কাজে যুক্ত স্থানীয় সূত্রের খবর। লকডাউন হওয়ার পরে আপাতত বাড়ীতেই রয়েছেন প্রকাশ বাবু।
ওই পরিবারে শনিবার দুপুর থেকেই অশান্তি সূচনা হয় হয় বলে খবর। বধূ হঠাৎ রান্না ঘরে বন্দী হয়।
মুহুর্তে রান্না ঘরে অগ্নিসংযোগ দেখতে পান বাড়ীর সদস্যরা।
রান্নাঘরের জানালা ভেঙে জ্বলন্ত অবস্থায় বধূকে উদ্ধার করে আগুন নেভানের কাজে ঝাঁপিয়ে পড়েন বাড়ীর সদস্যরায়।
ঘরে মজুত কেরোসিন তেল ঢেলে বধূ গোটা শরীরে আগুন ধরিয়ে দেন বলে সূত্রের খবর।
সব পরিবারেই ছোটখাটো বিবাদ লেগেই থাকে। দাবী স্বামী প্রকাশ বাবুর। এমনটা কেন করল জানিনা।